চট্টগ্রামে তিনদিন নিখোঁজ থাকার পর কর্ণফুলী নদী থেকে পাথরঘাটা বালক উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ দশম শ্রেণির ছাত্র অন্তু দাশের (১৫) লাশ মিলল।
শুক্রবার কর্ণফুলী নদীর এস আলম ঘাটে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এর আগে গত ২৩ জানুয়ারি প্রতিমা বিসর্জন দিতে গিয়ে আর ফিরেনি অন্তু। পরিবারের পক্ষ থেকে সদরঘাট থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়।
অন্তুর দাদা মিহির চৌধুরী বলেন, প্রতিমা বিসর্জন দিতে কর্ণফুলীর পাড়ে গিয়েছিল অন্তু। কিন্তু এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তিনদিন পর তার মরদেহ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন