বাংলাদেশ রেলওয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে রেলপথ মন্ত্রণালয়সহ বাংলাদেশ রেলওয়ের দুই শীর্ষ কর্মকর্তা চট্টগ্রাম আসছেন আগামীকাল শনিবার। তারা হলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন।
শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর রেলওয়ের পোলোগ্রাউন্ড মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হবে। এতে অংশগ্রহণকারী রেল সংশ্লিষ্টদের পুরস্কার বিতরণ করা হবে। তবে প্রতি বছর এ ক্রীড়া অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি উপস্থিত থাকলেও এবার উপস্থিত থাকছেন না বলেও রেল সংশ্লিষ্টরা জানান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন। পূর্বাঞ্চলের মহাপরিচালক (জিএম) ও রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি মো: আবদুল হাই এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ২য় দিনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন।
পূর্বাঞ্চল রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) জোবেদা আক্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশের রেল সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হচ্ছে। এতে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ রেলের সকল বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/হিমেল