চট্টগ্রামের নগরের আন্দরকিল্লায় ‘গার্ডিয়ান আইপিএস’ নামের একটি দোকানে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছেন মালিক শুভ্র দাশ বাবু (৫০)। এ ছাড়া এ ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়েছেন আরো সাতজন।
শনিবার দিবাগত রাত আটটার দিকে পাঁচতলা একটি ভবনের ওই দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আহত ও অসুস্থরা হলেন- ইকবাল, অঞ্জন দাশ, বিজয় চৌধুরী, জুয়েল দে, রহিম বাদশা, বাবলু এবং মিন্টু হাসান।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ভবনের পাঁচতলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
গার্ডিয়ান আইপিএসের কর্মচারী নাফিস ইকবাল বলেন, ‘আমরা কয়েকজন দোকানে কাজ করছিলাম। আগুন লাগার সঙ্গে সঙ্গে মালিক আমাদের সবাইকে দোকান থেকে বের হতে বলেন। পরে তিনিও বের হতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ায় তিনি আর বের হতে পারেননি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন, ‘আহত অবস্থায় আটজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আহতদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’
বিডিপ্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান