বাস ও সিএনজিচালিত টেক্সির সংঘর্ষে আহমদে হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী আছিয়া খাতুন গুরুতর আহত হয়েছেন। রবিবার বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকালে বাঁশখালীমুখী একটি বাসের সাথে সিএনজিচালিত টেক্সির সংঘর্ষ হয়। এতে আহমদ হোসেন ঘটনাস্থলে নিহত এবং তার স্ত্রী গুরুতর আহত হন। পরে তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/আরাফাত