রাষ্ট্রীয় তেল সরবারহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির ২০১৬-১৭ অর্থবছরে ২২৪.২৬ কোটি টাকা নীট মুনাফা হয়েছে। একই সময় রাষ্ট্রীয় এ কোম্পানীটি আয়কর, মূসক ও অন্যান্য খাতে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৭৬.৫০ কোটি টাকা। আজ এ প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রাজ্জাক, মীর আলী রেজা, শংকর প্রসাদ দেবসহ এ প্রতিষ্টানের শীর্ষ কর্মকর্তারা।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ, শেয়ার হোল্ডারগণ কোম্পানীর সার্বিক কর্মকান্ড এবং আর্থিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে। এসময় ১০ টাকার বিপরীতে ১১ টাকা লভ্যাংশ অনুমোদন দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার