বিএনপি সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ না করে, অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বিকেলে নগরীর লালদিঘী ময়দানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে ১৪ দল আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।
আগামী ৮ তারিখ সকল নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে তার বিরুদ্ধে আদালত যে রায় দেয় তা মানতে হবে। এ দিন চক্রান্তকারীরা যাতে রাস্তায় নামতে না পারে সে দিকে নজর রাখতে হবে। চট্টগ্রামের প্রতিটি উপজেলার গ্রামেগঞ্জে মাঠে থাকতে হবে। তাদের ঘরে ঢুকিয়ে দিতে হবে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবার লড়াই হবে শেষ লড়াই। এ নয় মাস গুরুত্বপূর্ণ সময়। উল্লাস করার সময় নেই। নির্বাচন হলো অস্বিত্ব রক্ষার লড়াই। আওয়ামী লীগকে যারা ভালোবাসেন তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করবেন। শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনবেন।
শোক সমাবেশে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মহিউদ্দিন চৌধুরীর শোককে শক্তিতে রূপান্তর করে সামনের নির্বাচনে সাম্পদায়িক শক্তিকে পরাজিত করতে হবে।
নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এমপি, জাসদের নাজমুল হক প্রধান এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত মহিউদ্দিনের ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ন্যাপের ইসমাইল হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার