বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
শনিবার সকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ হালিম, চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন, অধ্যাপক ইউনুস চৌধুরী প্রমুখ।
সমাবেশ থেকে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম