চট্টগ্রামে ছেলের সঙ্গে ঝগড়া করে বাবা মো. আবদুস সাত্তার (৬৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে হাটহাজারীর নজুমিয়াহাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, নজুমিয়াহাট বইজ্যাখালী এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে আবদুস সাত্তার ছেলের সঙ্গে ঝগড়া করেন। এরপর অভিমান করে রাতে নিজের বাড়ির ছাদের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেন। গুরুতর আহত অবস্থায় রাত সোয়া ১১টায় তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল