চট্টগ্রামের পটিয়ার কলেজবাজার এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। তৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশের মেডিকেল-১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত