চট্টগ্রামে বাস-সিএনজি ট্যাক্সি’র মুখোমুখি সংঘর্ষে মো. রিদোয়ান এবং ছোটন নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার বিকেলে পটিয়া উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে একটি সিএনজি ট্যাক্সি করে পটিয়া থেকে বাঁশখালীতে যাচ্ছিল। পথে কলেজ বাজার এলাকায় একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও তিনজন। তাদের চমেক মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব