চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে স্কুলছাত্রসহ দুই সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- ডাবুয়া ইউনিয়ন পরিষদের ডাবুয়া বাজার এলাকার একটি স্কুলের ১০ শ্রেণির ছাত্র মো. ইমরান (১৮) ও অষ্টম শ্রেণির নুরুল আফসার সবুজ (২০)। গত রবিবার রাতে তাদের আটক করে বলে জানান র্যাবের উপ-অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান।
তিনি বলেন, আটক দু'জনের হাতে থাকা মোবাইলে পরীক্ষার আগে পাওয়া প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করার প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া রবিবার আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রও তারা আগেই ফেইসবুকের মাধ্যমে ফাঁস করেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার