শত কাজের ফাঁকে বসন্তকে বরণ করে নিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা-কর্মচারিরা। আজ অন্য দিনের তুলনায় আরও বেশি পরিপাটি হয়ে আসেন সবাই। পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তার (সিসিএম) দপ্তরে বসন্ত বরণের এ আয়োজনে প্রায় সব বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।
আয়োজন করা হয় পিঠা উৎসবেরও। নারকেলি পাকন পিঠা, মশলা পিঠা, নকশী পিঠা, পুলি পিঠা (ঝাল), পুলি পিঠা (মিষ্টি), খেজুরের গুড়ের পাটি সাপ্টা, রস পাকন, আরিফ, আমৃত পিঠা, কোনী ফুল পিঠা, তাল পিঠা, পুয়া পিঠা, পাটি সাপ্টা, ভর্তা ও কচুর, লবঙ্গ পিঠা, মুগ পাকুন পিঠা, শেয়ই পিঠা, চুকি পিঠা, ভাপা, পিঠা, ডিমের পুলি পিঠাসহ প্রায় ৯০ রকমের পিঠা প্রদর্শন করা হয়।
পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদাত আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতি বছরই সব স্টাফরা মিলে বসন্তের এ দিনে নানা রকমের পিঠা উৎসবের আয়োজন করে থাকে। তাদের সাথে আনন্দ ভাগাভাগি করি।
পিঠা প্রতিযোগিতায় প্রথম হন হোসেনে আরা, ২য় আয়শা আকতার, ৩য় হয়েছেন শুভনা। হোসনে আরা বলেন, আমরা নিজ নিজ উদ্যোগে নানা রকমের পিঠা তৈরি করে এনেছি। প্রথম হওয়ায় খুশি লাগছে।
মঙ্গলবার সকালের এ আয়োজনে অংশ নেন পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদাত আলী, মিসেস সরদার শাহাদাত আলী, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিওপিএস সুজিত বিশ্বাস, ডেপুটি সিসিএম (আর) মো. জাকির হোসেন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি মহাব্যস্থাপক (এজিএম) জোবেদা আকতার, চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মো. মিজানুর রহমান, এসিওপিএস আনছার আলী, এসিসিএম (আর) স্নেহাশীষ দাশগুপ্ত, এসিসিএম (সি) তৈশি আহমেদ, কর্মকর্তা ইতি ধর, সিসিএম দপ্তরের প্রধান সহকারি জিয়াউর রহমান, রেজা, মিঠুসসহ আরএনবি, সংস্থাপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিসিএম সরদার শাহাদাত আলীসহ অন্য অতিথিরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেপুটি সিসিএম (আর) জাকির হোসেন ও অফিসের প্রধান সহকারি জিয়াউর রহমান, প্রমুখ।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা