চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় ড্রাইভার কলোনীর মোড়ে একটি লেগুনার ধাক্কায় আলাউদ্দিন (৩৮) নামের একজন রিক্সাচালক নিহত হয়েছেন। আলাউদ্দিন ভোলা জেলার রায়রাবাদ এলাকার আবদুল মাজেদের ছেলে। তিনি বায়েজিদ থানার ইসলামপুর এলাকায় থাকতেন। আজ সকালে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমে) হাসপাতাল ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আহত এ রিক্সা চালককে চমেকে আনা হলে দায়িত্বশীল ডাক্তাররা মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার সময় রিক্সাচালক গাড়ির উপর বসা ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার