চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় দুই জনকে গ্রেফতার করা হয়। আজ অভিযান দু'টি পরিচালনা করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার আফগানি মসজিদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ১৬ হাজার পিস ইয়াবাসহ হোসেন জাহিদ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই দিন কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ হাফিজুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার