চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দেশ গড়ার ক্ষেত্রে নারীরা পুরুষের সহযোদ্ধা। দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বিচার, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নারীর সফল অংশগ্রহণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা প্রশংসনীয়। নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ ২০২১ ও ৪১’র ভিশনে পৌঁছতে পারবে। আজ নগরভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মেয়র।
‘সময় এখন নারীর : উন্নয়নে তারা/বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্মজীবন ধারা’ শীর্ষক আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভার আগে নগরভবন থেকে প্রেসক্লাব চত্বর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
নারী ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, জেসমিন পারভিন জেসি, আবিদা আজাদ, মনোয়ারা বেগম মনি, ফারজানা পারভীন, ফারজানা জাবেদ, জেসমিনা খানম, কাউন্সিলর নাজমুল হক ডিউক, আবদুল কাদের, শৈবাল দাশ সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন প্রমুখ।
মেয়র আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারী জাতির জন্য একটি অর্থবহ গৌরবের দিন। বর্তমান বিশ্বে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে এ দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নারী পুরুষের সমতা আনয়নে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা রোধে নানামুখী আইন প্রণয়ন ও কার্যকর উদ্যোগ নিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার