চট্টগ্রামে নালার ওপর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আবু সাঈদ টিপু, বয়স ৩২ বছর। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অলংকারের আলিফ গলির নালার ওপর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
টিপু কুমিল্লা চৌদ্দগ্রামের বাতিসার লুদিয়ারা গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৮/ ওয়াসিফ