লোহার সিন্ধুকে ও সাপ ঢুকবে লখিন্দর
ভুবনজুড়ে যতো গ্রাম শহর বন্দর
আমিতো বেহুলা বাংলায়-বিষেহত প্রাণ...
আমাকে কী শোনাবে মরণের গান!
আমিতো প্রেম-কামে মগ্ন... কৃষ্ণ আর রাধা...
আমি আমার মতো থাকবো, দিওনা বাধা।
বিচ্ছেদ বিরহ জ্বালা... যে বোঝে সে বোঝে!
আমিতো মৃতদের সঙ্গী... কে আমাকে খোঁজে?
প্রান্তর জুড়ে সবুজ ফসলের হাসি দেখি যেন চোখে
পুষ্ট আউশের মতো স্তনবৃন্ত থাকুক নারীর বুকে...।
ভরা থাকুক নারীর স্তন... গাভীর ওলান দুধে
ভয় নেই জীবন বন্ধক দিয়েছি ভালোবাসার সুদে।
পোয়াতি নারীর স্বপ্নের মতো ফসলের ঘ্রাণ...
বাংলাজুড়ে নেমে আসুক হাসুক সকলের প্রাণ...।
আমিতো বাংলাচাষী রোগ বালাই লেগে থাকে বারোমাস
ছলনা... প্রতারণা... ছাড়াই ভালোবাসার করি চাষবাস...।