চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন একটি পোশাক কারখানার বাসের নিচে চাপা পড়ে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।তার নাম তাজিবুর মোল্লা, বয়স ৬১ বছর। মঙ্গলবার সিইপিজেডের ভেতরের নিজ কারখানার এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, তাজিবুর মোল্লা সিইপিজেডের একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। সকাল পাঁচটার সময় নাশতা খেয়ে কারখানার ভেতরে ঢোকার সময় ওই কারখানার বাসের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাড়ে ছয়টায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাজিবুর বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বুড়ি গাংঘিনী গ্রামের মৃত ইমাম উদ্দিন মোল্লার ছেলে।
বিডি প্রতিদিন/ ১৫ মে ২০১৮/ ওয়াসিফ