চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত ও ইফতার সামগ্রী সংগ্রহের সময় পদদলিত হয়ে ৯ নারী-শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া চারজনের জামিন মঞ্জুর করেছে আদালত।
বুধবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালত এ জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন, সাতকানিয়ার মক্কার বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে মুরিদুল আলম প্রকাশ মুরাদ (২৭), পূর্ব গাটিয়াডাঙ্গার জাকির হোসেনের ছেলে মো. ইদ্রিছ (২৬), আমিলাইশ এলাকার সোলায়মানের ছেলে হাবিব আহমদ সাহেদ (৩২) এবং হাঙ্গরমুখ (খন্দকার পাড়া) এলাকার মো. ইদ্রিছের ছেলে আজগর আলী (২৮)।
এর আগে গত মঙ্গলবার বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের কোর্ট পরিদর্শক এইচ এম মশিউর রহমান বলেন, ‘পুলিশ আদালতে চার্জশিট দাখিলের আগে পর্যন্ত এ চারজন জামিনে থাকবে বলে আদেশ দেন আদালত।’
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট চন্দন দাশ বলেন, ‘বিকেলে পুলিশ চারজন আসামিকে জামিনের জন্য আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালত ১০০০ টাকা বন্ডে আসামিদের জামিন মঞ্জুর করেন।’
প্রসঙ্গত, গত সোমবার সকালে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা গ্রামের হাঙ্গরমুখ এলাকার কাদেরিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পদদলনে নয় জনের মৃত্যু হয়। গত মঙ্গলবার সকালে কেএসআরএম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহজাহানকে প্রধান আসামি করে নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন