চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালিশহরের আনন্দবাজারে একটি পথিলিনের গুদাম সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামটি সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক ও পরিদর্শক মো. ফখরুদ্দিন চৌধুরী। ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের (সংশোধিত ২০১০) আওতায় এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তরের কর্মকর্তা খন্দকার মো. তাহাজ্জুত আলী বলেন, ‘পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ সামগ্রীর ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সময় ব্যবসায়ী মো. রনির গুদাম থেকে এক হাজার কেজি পলিথিন জব্দ করে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার