দেশের অন্যতম পাইকারি কাপড়ের বিপণন কেন্দ্র চট্টগ্রামের টেরিবাজারে টাস্কফোর্সের অভিযানের প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ধর্মঘট ও মানববন্ধন চলে। এতে টেরিবাজারের দুই সহস্রাধিক ব্যবসায়ী-দোকান কর্মচারি অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করতে গিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী অভিযান পরিচালনাকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা লক্ষ-কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন। তা না করে নিরীহ ব্যবসায়ীদের হায়রানি করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করে সরকারের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন না।
সমিতির সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন, কোন কারণ ছাড়াই কোস্ট গার্ডের নেতৃত্বে টাস্কফোর্স আমাদের ৩৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। অভিযানের কারণে ব্যবসা বাণিজ্যে ব্যবসায়ীদের অন্তত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর সুষ্ঠু সমাধান চাই।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী সিআইপি, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওসমান গণি চৌধুরী, সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩১ মে দুপুরে টেরিবাজারের কাপড়ের দোকান ‘মনে রেখ’ এবং ‘স্টার প্লাস’ এ অভিযান চালায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স। এসময় তাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ব্যবসায়ীদের লক্ষ করে ফাঁকা গুলিও ছোঁড়েন টাস্কফোর্সের সদস্যরা। এরপর থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছে টেরিবাজারের ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর