চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) নগরের পাইপ লাইন স্থাপন কর্মসূচির আওয়াতায় নগরীর রোড কাটিং এর জন্য চট্টগ্রাম ওয়াসা দুই কোটি ৯৪ লক্ষ ৮০ হাজার ৯ শত ২৯ টাকা ৭১ পয়সার একটি চেক দেওয়া হয়।
আজ রবিবার দুপুরে নগর ভবনে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে এ চেক হস্তান্তর করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহাসহ চসিক ও চট্টগ্রাম ওয়াসার কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার