চট্টগ্রামের সাতকানিয়া থানার দ্রুত বিচার আইনসহ ৭ মামলার আসামি ও জামায়াত ক্যাডার আজিজুল হ্ক প্রকাশ বাটা আজিজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আজিজ থানার ১০ নম্বর কেওচিয়া ইউনিয়নের কেওচিয়া ডেলিপাড়া সাকিন এলাকার কালু মিয়ার ছেলে। গতকাল রবিবার রাতে থানার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত ক্যাডার গ্রেপ্তারকৃত আজিজের বিরুদ্ধে ত বিচার মামলাসহ সাতটি মামলা রয়েছে। এছাড়াও ২০১৩-১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যপী তান্ডকালে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার