চট্টগ্রাম নগরের সিআরবি এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। তারা হলেন মো. ফারুক (২৫), মো. আরমান (১৮), মো. সুজন (২১) ও মো. সাদ্দাম (২১)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, ‘ছুরিসহ দেশীয় বেশ কয়েকটি অস্ত্রসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/০৫ জুন, ২০১৮/মাহবুব