চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া, চরখাগরিয়া, কালিয়াইশ ও কাঞ্চনা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও মদসহ ৭ জন এবং গ্রেফতারি পরোয়ানার ৫ আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভোয়ালিয়া পাড়ার মো. নুরুল আলম (৪৫), সতিপাড়ার মুরাদ হোসেন (৩২), মো. আব্দুল হান্নান, বাজালিয়ার জাহিদুল আলম (৪৭), কাঞ্চনার মো. শাহজাহান (৩০), কালিয়াইশের মিনারুল ইসলাম চৌধুরী (৩৯), মো. বাদশা মিয়া (৩৬), নির্মল বিকাশ চৌধুরী (৪৩), খাগরিয়ার মো. বেলাল (৫০), নুরুল কবির (৪২), এওচিয়ার মো. দিদার (২৮), বাবুল (২৭) ও তৌহিদ (৩০)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রফিকুল হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ২৭৯ পিস ইয়াবা ও ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার