চট্টগ্রাম নগরের বাকলিয়ার বাদশাহ মিয়া সওদাগর বাড়িতে বাতির সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুবেল একই এলাকার আবদুল জলিলের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ‘নিজ বাসায় বাতির সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকতাকে ঘোষণা করেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার