চট্টগ্রাম নগরের রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি ছুরি এবং দুই ধরণের ১৫ পাতা ওষুধ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রফিক মিয়া বাবুল (৫০, মনির (৩৫), মেহেদী হাসান (২৮) ও সাহাবুদ্দিন (৩০)। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেছে।
কোতোয়ালী থানার ওসি মো. মহসিন বলেন, ‘স্টেশন সংলগ্ন সিটি কর্পোরেশনের গণশৌচাগারের সামনে থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তারা জানিয়েছে, বাড়িমুখী ট্রেন ও বাসযাত্রীর সঙ্গে ভাব জমিয়ে ডাবের পানি, চা ও পানের সাথে এসব ওষুধ মিশিয়ে খাইয়ে অজ্ঞান করা হয়। তারপর যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়। পরিকল্পনা ব্যর্থ হলে ছোরার ভয় দেখিয়ে মালামাল, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার