চট্টগ্রাম নগরের খুলশী থানার হলিক্রিসেন্ট হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তিথী বড়ুয়া (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিথী বড়ুয়া চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক কলেজছাত্রী গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার