চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোড থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার দুইজন হলেন- কক্সবাজার জেলার রামু থানার অজিত দাশের ছেলে সুমন দাশ (৩১) ও ভোলা জেলার দৌলতখাঁ থানার চরখলিফা এলাকার মো. তাজুল ইসলামের ছেলে মো. মোরশেদ (২৩)।
আজ বিকেলে নগর গোয়েন্দা পুলিশ আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মেহেদী হাসান।
মেহেদী হাসান জানান, রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো ট-২২-২৩৪৩) তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় কাভার্ডভ্যানের চালক ও মালিক সুমন দাশ ও সহকারী মো. মোরশেদকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার