ঢাকা-চট্টগ্রামের সীতাকুন্ডের বাইপাস সড়ক এলাকায় দুর্ঘটনায় আরিফ হোসেন (২০) নামের একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আরিফের বাড়ি ফেনী জেলা সদরে হলেও আহত আপর দুইজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সীতাকুণ্ড ফায়ার স্টেশন অফিসার ওয়াসিয়া আজাদ।
তিনি বলেন, একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা দিলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি একটি গাড়িতে ছিলেন। আর আহত দু’জন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী।
বিডি প্রতিদিন/এ মজুমদার