চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসচালক শফিকুল ইসলামকে আটক করা হয়। শুক্রবার দিবাগত রাত ২টায় চট্টগ্রামের লোহাগাড়ায় এ অভিযান চালানো হয়।
আটক শফিকুল ইসলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিঝি চৌধুরী পাড়ার মৃত নুরু মিয়ার ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা ওই যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের সিটের নিচ থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম