চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন হেলাল উদ্দিন ও এনামুল হক। এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
মঙ্গলবার ভোর রাতে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে র্যাব-৭ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার রাবইয়ারহাট এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ টাকা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৯/মাহবুব