চট্টগ্রাম শহরের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ৮৫ হাজার পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রফিকুল ইসলাম ঢাকার কেরানীগঞ্জ থানাধীন কালকিনি এলাকার সিরাজ উদ্দিন ব্যাপারীর ছেলে।
এ বিষয়ে লালদীঘি এলাকার নগর গোয়েন্দা পু্লিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসাইন জানান, ‘৮৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।'
ইয়াবাগুলো কক্সবাজারের রামু থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান এসএম মোস্তাইন হোসাইন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন