চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাছে নীতিগতভাবে অনুমোদন পাওয়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প সমূহের তথ্য চেয়েছে অর্থ মন্ত্রাণালয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটি এ তথ্য চেয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি চসিকের কাছে আসে বলে জানা যায়।
চসিক সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের পিপিপি বিভাগ থেকে দেওয়া চিঠিতে নির্দিষ্ট কিছু চকে তথ্য চাওয়া হয়। এর মধ্যে আছে, প্রকল্পের প্রাক্কলিত আনুমানিক ব্যয় (কোটি টাকায়), প্রকল্পের সম্ভাব্য মেয়াদকাল, প্রকল্পের অগ্রগতি/বর্তমান অবস্থা (জানুয়ারি ২০১৯ পর্যন্ত), প্রাইভেট পার্টনার নির্বাচিত হয়ে থাকলে তার নাম, প্রকল্পটি জি টু জি ভিত্তিতে গ্রহণ করা হয়ে থাকলে জি টু জি পার্টনারের নাম, প্রকল্প পরিচালক নির্বাচিত হয়ে থাকলে তার নাম ও মোবাইল নং, লিংক সাপোর্ট প্রকল্পের (যদি থাকে) আনুমানিক প্রাক্কলিত ব্যয় এবং অগ্রগতি ও বর্তমান অবস্থা।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা বলেন, ‘নির্দিষ্ট কিছু তথ্য চেয়ে মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। আমরা এর উত্তর পাঠাব।’
বিডি প্রতিদিন/এ মজুমদার