বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযানে মুরাদপুরে মূল সড়কের ওপর অবৈধভাবে স্ট্যান্ড বানিয়ে অটোরিক্সা চালকদের টোকেন দিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে স্থানীয় আলাউদ্দিন (৪৫) নামে একজনকে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়। তাছাড়া অভিযানে ৪৩টি যানবাহনকে মামলা, এক লাখ ৩০ হাজার ২০০ টাকা জরিমানা, ৭টি গাড়ির কাগজপত্র জব্দ এবং ৫টি যানবাহন ডাম্পিং করা হয়।
বুধবার দুপুরে নগরের আন্দরকিল্লাহ মোড় এবং অলংকার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএর পৃথক দুইটি আদালত এ অভিযান পরিচালনা করেন। এর মধ্যে আদালত-১১ আন্দরকিল্লা মোড়ে ১৬টি মামলা, ৫৪ হাজার টাকা জরিমানা, ৫টি গাড়ির কাগজ জব্দ ও ৫টি গাগিড় ডাম্পিং করা হয়। আদালত-১২ অলংকার এলাকায় ২৭টি মামলা, ৭৬ হাজার ২০০ টাকা জরিমানা, ২টি গাড়ির কাগজ জব্দ এবং আলাউদ্দিন (৪৫) নামে একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে সহায়তাকারী বিআরটিএ’র কর্মকর্তা মেহেদী ইকবাল বলেন, ‘মুরাদপুরে সড়কের ওপর স্ট্যান্ড বানিয়ে ভাড়া দেওয়ায় আলাউদ্দিন নামের একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাছাড়া ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালানো, ফিটনেসহীন গাড়ি চালানোয় ৪৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার