চট্টগ্রামে স্টিল কারখানায় কাজ করার সময় গলিত লোহায় দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। নগরের ষোলশহর রুবি গেইট এলাকায় বুধবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. বেলাল (৫০), মো. সুলতান (৩৫) ও নোমান (২৪)।
জানা যায়, রাতে কারখানায় কাজ করার সময় গলিত লোহা ছিটকে পড়ে তিনজন দগ্ধ হন। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের শরীরের ৮ শতাংশ পুড়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিডি প্রতিদিন/হিমেল