চট্টগ্রাম বিভাগের সাত সাংগঠনিক জেলা নিয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।
শনিবার নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ বর্ধিত সভা।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এ সভায়।
আগামী অক্টোবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে দলকে তৃণমূলে চাঙা করতে এ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাত সাংগঠনিক জেলার মধ্যে রয়েছে: চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা।
বিশেষ এ বর্ধিত সভার সমন্বয়কের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন