চট্টগ্রামে আওয়ামী লীগের বিশেষ বধির্ত সভা শুরু হয়েছে। শনিবার এ সভায় প্রধান অতিথি আছেন সাবেক আইনমন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু। সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ও উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের পরিচালনায় মঞ্চে উপস্থিত আছেন মন্ত্রী ড. হাছান মাহমুদ, উপমন্ত্রী মহিবুল হাসান এমপি, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, মেয়র আজম নাছির উদ্দিন, এমএ লতিফ এমপি, ওয়াসিকা খান এমপি।
সভা বিকাল ৫টা পযর্ন্ত চলবে। এতে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা বা বক্তব্য রাখবেন নেতারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ