ডিগ্রি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এক ছাত্রকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে আবদুল্লাহ আল জাবের (২২) নামে ওই ছাত্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মাহফুজা জেরিন।
জানা গেছে, চট্টগ্রাম কলেজের ছাত্র আবদুল্লহ বায়েজিদ বোস্তামী এলাকার আবুল কালামের ছেলে। শহীদ নূর নামে এক পরীক্ষার্থীর পক্ষে প্রক্সি দিতে গিয়ে হল পরিদর্শকের হাতে ধরা পড়েন। হল পরিদর্শকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রক্সি দেয়ার কথা স্বীকার করেন আবদুল্লাহ।
পরে ভ্রাম্য আদালতের ম্যাজিষ্ট্রট তাকে জেল-জরিমানা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেন বলে জানানসদরঘাট থানার এসআই ফারুকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর