চট্টগ্রাম নগরে ভাইকে না পেয়ে বোনকে হত্যার পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে অভিযুক্ত শাহ আলম। এ ঘটনায় আহত হয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ সদস্য।
শনিবার রাতে বাকলিয়া থানার বলিরহাট এলাকায় ভাইকে না পেয়ে তার বোন বুবলী আক্তারকে (২৮) খুন করে শাহ আলম।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, বজ্রঘোনা এলাকার যুবক শাহ আলম হাসান নামের এক যুবকের সঙ্গে বিরোধের জেরে রুবেলকে মারার জন্য খুঁজছিল। পরে রুবেলকে না পেয়ে তার বোন বুবলীকে গুলি করে হত্যা করে সে। তাকে খুঁজতে বজ্রঘোনায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম ও তার সহযোগীরা গুলি ছোড়ে। এতে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
বুবলী খুনের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন শাহ আলমের ভাই নুরুল আলম ও সহযোগী মো. নবী।
বিডি প্রতিদিন/ফারজানা