চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে গাড়ি চাপায় আলী আজগর (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে আলী আজগরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলী আজগরের বাড়ি ভোলায় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান।
বন্দরের সূত্রে জানা গেছে, এক নম্বর ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করছিলেন আলী আজগর। এ সময় একটি গাড়ি আলী আজগরকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক