যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় নেমে ওভারটেক করতে গিয়ে এক বাসের ধাক্কায় অপর একটি বাসের হেলপার নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁন্দগাও থানাধীন কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।
নিহত বাস হেলপার মো. ইউসুফ (৩৫) লক্ষীপুর জেলার সদর উপজেলার টুমচর এলাকার আব্দুল লতিফের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আবুল বাশার বলেন, আগে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে বামপাশ হয়ে ওভারটেক করতে গিয়ে কালুরঘাট থেকে কোতোয়ালী রুটে চলাচল করা ১ নম্বর বাসের ধাক্কায় একই রুটের অপর একটি বাসের হেলপার নিহত হয়েছে। বাস দুইটি শনাক্ত করে চালকদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৯/মাহবুব