লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। খালেদা জিয়া যদি কারাগার থেকে মুক্ত হন, একনায়কতন্ত্র থেকে যদি দেশ মুক্ত হয়, ‘দেন দ্য নেশন উইল বি ফ্রি’। বাংলাদেশ প্রেমী সকল রাজনৈতিক দল, সকল নাগরিকদের প্রতি আমার আহ্বান গণতন্ত্র মুক্তির জন্য আন্দোলনে শামিল হোন।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
মুক্ত মঞ্চের বিষয়ে তিনি বলেন, মুক্ত মঞ্চের কোনো নেতাকর্মী অরাজকতায় লিপ্ত হবে না। তারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে। আপনি আওয়ামী লীগ করতে পারেন, অন্য কোনো দল করতে পারেন কিন্তু চিন্তা করতে হবে দেশের অবস্থা কি? গণতন্ত্রপ্রেমী ও বাংলাদেশপ্রেমী সকল রাজনৈতিক দল, সকল নাগরিক, সামাজিক সংগঠন, সকল প্রবীণ ও তরুণদের প্রতি আমাদের এই আহ্বান, আপনারা আমাদের আন্দোলনে শামিল হোন। এসময় সরকারের কাছে ১৮টি দাবি তুলে ধরেন তিনি।
সরকারের মধ্যে দেশপ্রেম আছে জানিয়ে কর্নেল (অব.) অলি আরো বলেন, জাতিকে মুক্ত করার জন্য নিজেদের সমর্পণ করতে চায়। আমরা যেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, ওইদিন আপনাদের জন্য জীবন দিতে গিয়েছিলাম। গণতন্ত্র ও দেশের মানুষকে মুক্ত করতে দরকার হলে আবার জীবন দেব। আমরা বলছিনা, সরকারের মধ্যে দেশপ্রেম নেই। অবশ্যই সরকারের মধ্যে দেশপ্রেম আছে। তবে সেই দেশপ্রেম জনগণের বিরুদ্ধে যাচ্ছে। এ দেশপ্রেম যাতে জনগণের পক্ষে যায়, সেজন্য সরকারকে বোঝাতে হবে।
তিনি বলেন, অনেক বড় ইস্যু থাকার পরেও সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করতে পারেনি। কারণ অবৈধ সম্পদের মালিক হয়ে অনেকে সম্পদ রক্ষায় সরকারের হয়ে সুকৌশলে কাজ করেছেন। তারা মূলত সরকারের দালালি করেছেন। তাই আমাদের মুক্ত মঞ্চে কে আসলো, কে আসলোনা সেটি বিবেচ্য বিষয় নয়। কারণ আমরা কোনো দলের উপর নির্ভরশীল নয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন