অফিসে সিঁড়ির পাশে দেয়ালে লাল অক্ষরে লেখা আছে, ‘ঘুষ বোর্ড’! তাতে আরও লেখা আছে, ‘এই অফিসে যদি কাউকে ঘুষ দিয়ে থাকেন, তবে এই বোর্ডে বিবরণ লিখে যাবেন’।
ঘুষ নিয়ে এমন ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ঘুষ ঠেকাতে এই অভিনব উদ্যোগটি নিয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। যা ওই উপজেলার সরকারি অফিসের প্রথম উদ্যোগ। এছাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে লাগানো হয়েছে ‘দুর্নীতিমুক্ত’ লেখা স্টিকার।
উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের ঢোকার সময় দেয়ালে ঘুষ বোর্ড ও তার অফিসের দরজায় দুর্নীতিমুক্ত লেখা স্টিকার তথা একজন উপজেলা নিবার্হী কর্মকর্তার ঘুষের ব্যাপারে এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধিসহ সব স্থরের জনসাধারণ।
বিডি প্রতিদিন/কালাম