চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সি হাট সংলগ্ন জুলুর দিঘির পাড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনসাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার সংঘ দাশ বড়ুয়া (৭০) ও তার ভাইপো অটোরিক্সা চালক উত্তম বড়ুয়া (৪৩)। এ ঘটনার পর ঘাতক শ্যামলী পরিবহন আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানা যায়।
পটিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা সোমেন বড়ুয়া বলেন, ‘সংঘ দাশ বড়ুয়া ছিলেন অটোরিকশার যাত্রী আর উত্তম বড়ুয়া ছিলেন চালক। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস জুলুরদীঘির পার এলাকায় অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দিলে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার ভেতর থেকে যাত্রী সংঘদাশ বড়ুয়াকে মৃত অবস্থায় ও চালক উত্তম বড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহত উত্তম বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।’
বিডি-প্রতিদিন/০৩ জুলাই, ২০১৯৮/মাহবুব