চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে লাঞ্ছিত করার ঘটনায় আটক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ইউএসটিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বাদী হয়ে নগরীর খুলশী থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে আটক শিক্ষার্থীর বিরুদ্ধে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘ঘটনার পর ইউএসটিসি’র এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রেজিস্ট্রার বাদী হয়ে মামলা করেছেন। দন্ডবিধির ৩০৭, ৩২৩ ও ৩৪১ ধারায় অধ্যাপক মাসুদ মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে ওই ছাত্রের বিরুদ্ধে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে শিক্ষক মাসুদ মাহমুদকে অফিস থেকে টেনে বের করে রাস্তায় নিয়ে গায়ে কেরোসিন ঢেলে লাঞ্ছিত করা হয়। এরপর ওই শিক্ষার্থীরাই আবার নগরীর খুলশীতে ইউএসটিসি ক্যাম্পাসের সামনে প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ ঘটনায় পুলিশ ইউএসটিসি’র ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসানকে (২২) গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার