লাল, হলুদ ও সাদা রঙের ইয়াবা উদ্ধারের পর এবার সবুজ রঙের ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ইয়াবাসহ মো. জুনায়েদকে (২২) গ্রেফতার করা হয়। জুনায়েদের কাছ থেকে সবুজ রঙের ৫০ পিস ও লাল রঙের ৫০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার জুনায়েদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লা পাড়া এলাকার নুর ছাফার ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বলেন, লাল, সাদা ও হলুদ রঙের ইয়াবার পর এবার পাওয়া গেছে সবুজ রঙের ইয়াবা। পুলিশের চোখ ফাঁকি দিতে ইয়াবার রঙ পাল্টেছে মাদক ব্যবসায়ীরা।
জুনায়েদ নামের ওই মাদক ব্যবসায়ী শিকলবাহা এলাকার আইয়ুব খান নামের একজনের কাছ থেকে সংগ্রহ করেছে বলে আমাদের জানিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার