আগামী রবিবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজের চলতি মৌসুমের বিশেষ ফ্লাইট। এ দিন বিকেলে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩২০৮ সৌদি আরবের জেদ্দার উদ্দেশে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে যাবে। হজ যাত্রীদের বিমান বন্দরের যাবতীয় কার্যক্রম সহজ ও নিবিঘ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শাহ আমানত বিমান বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের স্টেশন ম্যানেজার সরোয়ার ই জাহান বলেন, ‘হজ যাত্রীদের যাত্রা নিবিঘ্ন করতে সকল সংস্থার সাথে দফায় দফায় বৈঠক করা হয়েছে। আশা করছি অতীতের যে কোন সময়ের চেয়ে এবারের হজযাত্রীদের বিমান বন্দরের যাবতীয় কার্যক্রম আরো বেশি ভোগান্তিমুক্ত হবে।’
শাহ আমানত বিমান বন্দরের ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, ‘হজ যাত্রীদের ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করতে ইমিগ্রেশনের সকলের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। হজ যাত্রীদের নিবিঘ্ন সেবা নিশ্চিত করতে সকলে প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম ইমিগ্রেশন।’
বিমান বন্দর সূত্রে জানা যায়, এবার চট্টগ্রাম থেকে ১০ হাজারের অধিক হাজী হজের উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বে। ১৯টি বিশেষ ফ্লাইটের পাশাপাশি নিয়মিত ফ্লাইটগুলোও হজ যাত্রী পরিবহন করবে। বিশেষ ফ্লাইটগুলোর মধ্যে ১২ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেদ্দায় যাবে। বাকি সাতটি ফ্লাইট মদিনা বিমান বন্দরে যাবে।
বিডি প্রতিদিন/হিমেল