চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে অলি উল্লাহ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে নগরীর দামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি উল্লাহ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আমিন উল্লাহ’র ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম জানায়, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান অলি উল্লাহ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক