চার দফা দাবি আদায়ে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামায় অচল হয়ে পড়েছে কলেজটি। পেশাগত বিসিএস'র মাধ্যমে নিয়োগ, পুরানো পাঠদান পদ্ধতি বহালসহ চার দফা দাবিতে ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নার্সিং কলেজ ক্যাম্পাসে এই আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করায় সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ বাসন্তী রাণী।
নার্সিং শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ খান বলেন, ন্যায্য দাবি আদায়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন। নার্সিং পেশার মানোন্নয়নের স্বার্থে আমরা এসব দাবি বাস্তবায়ন চাই। আশা করি সরকার আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে।
এদিকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ। শিক্ষার্থীদের চার দফার মধ্যে রয়েছে, পুরাতন পাঠদান পদ্ধতি বহাল, পেশাগত বিসিএসের মাধ্যমে নিয়োগ ও কর্মপদ্ধতি নির্ধারণ, ইন্টার্নভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা এবং নার্সিং কলেজগুলোকে পূর্ণাঙ্গ করা।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ